TOP 5 Useful AI tools । AI টুলগুলি আপনার কাজ সহজ করে তুলবে
ইন্টারনেট জগতে প্রতিদিন হাজারো Ai Tools লঞ্চ হয়ে থাকে এর মধ্যে অনেকগুলি আছে যা আমাদের প্রতিদিনের কাজগুলোকে অনেক সহজ করে তুলে। আমাদের মানুষদের যেই কাজ গুলো করতে এক ঘন্টা বা ৩০ মিনিট সময় লেগে থাকে সেটি Ai মাত্র কয়েক সেকেন্ড বা মিনিটের মধ্যেই তৈরি করে দেয় যাতে করে আমাদের সময় বাঁচে । মানুষের অনেক রকম সাহায্য করে থাকে তার জন্য অবশ্যই আপনাদের Ai ইউজ করা নিয়ম সঠিকভাবে জানতে হবে। আমরা আজকে এরকম দশটি Ai টুল সম্পর্কে আপনাদেরকে জানাবো যে টুলগুলি আপনার মোবাইল ফোনের মাধ্যমেও সুন্দরভাবে ইউজ করতে পারবেন এবং কম্পিউটার এর মাধ্যমেও ইউজ করতে পারবেন।
1. Ai Coustics
এটি একটি ভয়েস এডিটিং Ai ওয়েবসাইট এই ওয়েবসাইট এর মধ্যে আপনি আপনার ভয়েসকে অনেক সুন্দর ভাবে এডিট করতে পারবেন আমাদের অনেকেরই ভয়েস এডিটিং করতে হয় । ইউটিউব ভিডিও তৈরি করার ক্ষেত্রে অথবা কোন বা এডভার্টাইজিং ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমাদের ভয়েসটিকে খুব সুন্দরভাবে এডিট করার প্রয়োজন পড়ে কিন্তু সফটওয়্যার দিয়ে এই এডিট গুলি করতে অনেক সময়ের প্রয়োজন। অবশ্যই আপনাকে সফটওয়্যার এর প্রত্যেকটি টুল ইউজ করা জানতে হবে কিন্তু আপনি যদি শুধুমাত্র এই Ai টুলটি ইউজ করতে পারেন তাহলে আপনার ভয়েস এডিটিং খুব সহজেই সুন্দর করতে পারবেন সর্বপ্রথমে ওয়েবসাইটটিতে চলে যাবেন তারপর click on upload option
তারপর আপনি আপনার যে ভয়েসটি এডিট করতে চান সেটি এইখানে আপলোড করে দিবেন অতঃপর জেনারেট এ ক্লিক করার পর আপনার ভয়েসটি সুন্দরভাবে এডিট হয়ে যাবে অতঃপর সেখানে আপনি ম্যানুয়াল এডিট করার জন্য অপশন পেয়ে যাবেন আপনি আপনার ভয়েসটি কে ম্যানুয়াল ভাবেও এডিট করতে পারবেন। এই Ai Tool টি যারা ভয়েস এডিটিং করে থাকেন তাদের জন্য খুবই হেল্পফুল। যারা ভয়েস এডিটিং করে থাকেন তাদের অনেক সময় বাঁচিয়ে দিবে এই Ai Tool । অবশ্যই আপনি Ai Tools টি ইউজ করে দেখুন আশা করি আপনার অনেক উপকারে আসবে।
2. Pixcap
যাদের থ্রিডি রিসোর্স এর খুব প্রয়োজন তাদের জন্য। এই ওয়েবসাইটের মধ্যে অনেক সুন্দর সুন্দর থ্রিডি রিসোর্স পেয়ে যাবেন এবং এই ওয়েবসাইট এর মধ্যে কালার কাস্টমার করার সুন্দর অপশন রয়েছে যেই অপশনের মাধ্যমে আপনারা কালার নিজের ইচ্ছামত কাস্টমাইজেশন করতে পারবেন। যারা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকেন তাদের থ্রিডি আইটেমের খুবই প্রয়োজন থাকে এবং যারা ইউ আই ডিজাইনার রয়েছেন তারা ডিজাইন এর জন্য সুন্দর সুন্দর থ্রিডি প্রোডাক্ট ও আইকন খুঁজে থাকেন তারা সকল কিছু এই ওয়েবসাইট এর মধ্যে পেয়ে যাবে। Pixcap থ্রিডির জন্য একটি শ্রেষ্ঠ Ai Tool.
3. Musicgen
শুধুমাত্র টেক্সট লিখে দিবেন তার থেকেই মিউজিক জেনারেট হয়ে যাবে একদম ফ্রিতে, আপনি কি কখনো বিশ্বাস করতে পারেন এই রকম ভাবে মিউজিক তৈরি করা যায় তাও সম্পূর্ণ ফ্রিতে, এই মিউজিকগুলি আপনি আপনার ইউটিউব ভিডিও অথবা যে কোন ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করতে পারবেন কোন প্রকার কপিরাইট স্ট্রাইক আসবেনা।
ডিসক্রাইব বক্সে আপনার কি রকম মিউজিক প্রয়োজন সেটি বিস্তারিত লিখুন এবং নিচে জেনারেট অপশনে ক্লিক করুন। সাথে সাথেই আপনার মন মত মন জুড়ানো একটি মিউজিক তৈরি হয়ে যাবে।এছাড়াও আপনার লিখা যদি কোন গান থেকে থাকে সেটি আপনি এখানে লিখতে পারেন তাহলে সেই রকম গান আপনাকে এই ai তৈরি করে দিবে এই ai tool মানুষের সময় বাঁচাতে সাহায্য করে এবং ডেইলি লাইফে ইউজের জন্য খুবই দুর্দান্ত একটি Music জেনারেট ওয়েবসাইট।
4. fotor
ফটো এডিটিং এর দুনিয়ায় এটি একটি সেরা ওয়েবসাইট এই ওয়েবসাইটটির মধ্যে আপনারা আপনাদের ফটো কে সব রকমের এডিট করতে পারবেন। এটি এরকম একটি ফটো এডিটিং ওয়েবসাইট যে ওয়েবসাইটটি অন্য কোন AI Website এর সাথে তুলনা হয় না।
এই ওয়েবসাইটটিতে সব রকমের ফটো এডিট করা যায় এখানে আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং সেখানে অন্যান্য সুন্দর সুন্দর দৃশ্য যুক্ত করতে পারবেন ব্যাকগ্রাউন্ডে। এছাড়াও ব্লাক এন্ড হোয়াইট ছবিকে AI এর মাধ্যমে কালারিং ফটোতে রূপান্তর করতে পারবেন মাত্র কয়েক সেকেন্ড এর মাধ্যমে। এই ওয়েবসাইটটিতে পোর্ট্রেট ফটো এডিটিং করা যায়। এবং ছবির রেজুলেশন কম থাকে ছবিকে হাই রেজুলেশন ফটোতে রূপান্তরিত করা যায়।
অনেক সময় ছবি তোলার পর ছবিতে অনেক বেশি অবজেক্ট চলে আসে অথবা আপনার ছবিতে অন্য মানুষ চলে আসে সেটি আমরা সঠিকভাবে রিমুভ করতে পারি না। এবং রিমুভ করার জন্য আমাদের একজন ফটো এডিটর হায়ার করতে হয়। কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার ছবির যে কোন অবজেক্ট কে সিলেক্ট করে সাথে সাথে রিমুভ করতে পারবেন এতে করে আপনার কোন খরচ হবে না। শুধুমাত্র এই ওয়েবসাইটটি ইউজ করার মাধ্যমে এই সকল সুবিধা ভোগ করতে পারবেন।
5 Mojo ai
যারা প্রোডাক্ট ভিডিও এনিমেশন তৈরি করেন তাদের জন্য বেস্ট একটি ওয়েবসাইট হলো MOJO এই ওয়েবসাইটটির মধ্যে যেই কোন প্রোডাক্ট আপনারা খুব সুন্দরভাবে এনিমেশন করতে পারবেন এবং এই ওয়েবসাইটটির কিছু কিছু এনিমেশন দ্বারা লোগো এনিমেশন তৈরি করা সম্ভব।
সিলেক্ট ইমেজ এর উপর ক্লিক করে আপনি শুধুমাত্র আপনার প্রোডাক্ট অথবা আপনার লোগো এখানে আপলোড করবেন, তারপর আপনার যেই এনিমেশনটি পছন্দ সেটি সিলেক্ট করে দিন, সিলেক্ট করার দুই মিনিটের মধ্যেই তারা আপনাকে সুন্দর একটি এনিমেশন ভিডিও তৈরি করে দিবে, এইখান থেকে যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন সেটির মধ্যে কোন ওয়াটার মার্ক থাকে না।
আজকের পোস্টটি সম্পন্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই আর্টিকেলটি পড়ে আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোন AI Website আপনার সবথেকে বেশি পছন্দ হয়েছে সেটি জানাতে একদমই ভুলবেন না।