অ্যামাজন কেডিপি মার্কেটিং
অনেকে রয়েছেন যারা বই লিখতে পছন্দ করেন। আর যারা বই দেখতে পছন্দ করেন স্বাভাবিকভাবেই তারা চান তাদের লেখা ইবুক বা প্রিন্ট বইগুলো যেন বিশ্বব্যাপী প্রচারণা পায়। এ কারণে বিভিন্ন মাধ্যম খুঁজে বেড়ান। আর তাদের জন্য সবচেয়ে সহায়ক মাধ্যম হতে পারে অ্যামাজন কেডিপি। কেননা আপনি amazon কেডিপি মার্কেটিং এর মাধ্যমে অর্থাৎ কিন্ডল ডিরেক্ট পাবলিশিং করে আপনার লিখিত ই-বুক বা প্রিন্ট বইগুলো খুব সহজেই প্রকাশ করতে পারেন।
আসুন জেনে নেই– amazon কেডিপি মার্কেটিং কি, অ্যামাজন কেডিপি মার্কেটিং কেন বেছে নেবেন এবং কিভাবে কেডিপি মার্কেটিং করা যায় সে সম্পর্কে আরো বিস্তারিত। আর হ্যাঁ, আমরা আমাদের ওয়েবসাইটে নিয়মিত অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিক স সেই সাথে সাধারণ জ্ঞান সম্পর্কিত বিভিন্ন পোস্ট পাবলিশ করে থাকি। তাই নিয়মিত পোস্টগুলো পেতে ও পড়তে আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন।
অ্যামাজন কেডিপি (কিন্ডল ডিরেক্ট পাবলিশিং) কী?
Amazon কেডিপি (Kindle Direct Publishing) হলো অ্যামাজনের একটি সেল্ফ-পাবলিশিং প্ল্যাটফর্ম, যার মাধ্যমে লেখকরা সহজেই তাদের বই ই-বুক আকারে প্রকাশ করতে পারেন এবং তা অ্যামাজনের মাধ্যমে সারা বিশ্বের পাঠকদের কাছে পৌঁছে দিতে পারেন। এটি লেখকদের জন্য একটি ফ্রি এবং সহজ উপায় তাদের বই প্রকাশ এবং বিক্রি করার জন্য।
কেডিপি’র মাধ্যমে লেখকরা তাদের বইয়ের কভার ডিজাইন করতে পারেন, বইয়ের বিষয়বস্তু আপলোড করতে পারেন, মূল্য নির্ধারণ করতে পারেন, এবং বিভিন্ন মার্কেটে বইটি বিক্রি করার জন্য উপলব্ধ করতে পারেন।
অ্যামাজন কেডিপি লেখকদের তাদের বিক্রয় থেকে রয়্যালটি প্রদান করে, যা ৩৫% থেকে ৭০% পর্যন্ত হতে পারে, নির্ভর করে বইয়ের দাম এবং বিক্রির দেশের ওপর। এছাড়াও, কেডিপি প্ল্যাটফর্মটি লেখকদের তাদের বিক্রয় পরিসংখ্যান দেখতে দেয় এবং বইয়ের প্রমোশনের জন্য বিভিন্ন টুলস সরবরাহ করে, যেমন প্রমোশনাল প্রাইসিং, ফ্রি প্রমোশন, ইত্যাদি। তাহলে বুঝতে পারছেন আপনি যদি একজন বই লেখক হয়ে থাকেন এবং আপনার লিখিত বইগুলো যদি দ্রুত পাবলিশ করতে চান সেক্ষেত্রে amazon কেডিপি মার্কেটিং ঠিক কতটা সহায়ক ভূমিকা পালন করতে পারে।
কেন অ্যামাজন কেডিপি marketing জনপ্রিয় / কেন অ্যামাজন কেডিপি বেছে নিবেন?
অ্যামাজন কেডিপি মার্কেটিং সাধারণত সহজ প্রকাশনার কারণে অধিক বেশি জনপ্রিয়। যাইহোক এই মার্কেটিং কৌশলটি আপনি আপনার লিখিত ই-বুক প্রকাশের জন্য কেন বেছে নেবেন সেটা জানতে নির্দিষ্ট কিছু কারণ জেনে নিন। যেগুলো আমরা আলোচনার এ পর্যায়ে সংযুক্ত করছি।
নাম্বার-১: সহজ প্রকাশনা প্রক্রিয়া– কেডিপি ব্যবহার করে আপনি সহজেই আপনার ই-বুক বা পেপারব্যাক প্রকাশ করতে পারবেন। এটি আপনাকে প্রকাশক বা প্রকাশনা এজেন্টের প্রয়োজন ছাড়াই সরাসরি পাঠকদের কাছে পৌঁছানোর সুযোগ করে দিতে পারবে। অতএব প্রধান কারণ হচ্ছে সহজ প্রকাশনা প্রক্রিয়ার কারণে আপনি অ্যামাজন কেডিপি মার্কেটিং বেছে নেবেন।
নাম্বার-২: বিশ্বব্যাপী বিতরণ এর সুযোগ– বর্তমান সময় এ অ্যামাজন বিশ্বের অন্যতম বৃহত্তম ই-কমার্স প্ল্যাটফর্ম, এবং কেডিপি-র মাধ্যমে প্রকাশিত বইগুলি অ্যামাজনের বিভিন্ন আন্তর্জাতিক মার্কেটপ্লেসে উপলব্ধ থাকে। এর মাধ্যমে আপনার বই বৈশ্বিক পাঠকদের কাছে পৌঁছানোর সুযোগ পাবে অতি দ্রুত। অতএব আপনি যদি আপনার লিখিত বইগুলো বিশ্ব দরবারে তুলে ধরতে চান তাহলে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে অ্যামাজন কেডিপি মার্কেটিং। তাই এ কারণে এই ওয়েটি বেছে নেবেন।
নাম্বার-৩: রয়্যালটি সুবিধা– কেডিপি-তে আপনার বই বিক্রি হলে আপনি ৭০% পর্যন্ত রয়্যালটি পেতে পারবেন। এটি প্রচলিত প্রকাশনা মডেলের তুলনায় অনেক বেশি লাভজনক। অতএব লাভের কথা চিন্তা করে আপনি amazon কেডিপি মার্কেটিং বেছে নেবেন।
নাম্বার-৪: কন্ট্রোল এবং ফ্লেক্সিবিলিটি: কেডিপি-তে আপনি আপনার বইয়ের মূল্য, কন্টেন্ট, এবং কভার ডিজাইন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারেন। এতে আপনি আপনার বইয়ের প্রমোশন এবং মার্কেটিং স্ট্র্যাটেজি ঠিক করতে পারেন। সুতরাং আপনার লিখিত ই-বুক প্রমোশনের জন্য এবং মার্কেটিং স্ট্রাটেজি পাকাপোক্ত করতে বেছে নেবেন কেডিপি মার্কেটিং।
আর হ্যাঁ, মনে রাখবেন– কেডিপি একটি প্রোগ্রাম, যা লেখকদের তাদের বই নির্দিষ্ট সময়ের জন্য এক্সক্লুসিভলি কেডিপি-তে রাখার সুযোগ দেয়। এর মাধ্যমে বইটি Kindle Unlimited এবং Kindle Owners’ Lending Library তে অন্তর্ভুক্ত হয়, যা বিক্রির সুযোগ বাড়ায়। আর এই কারণেও বলা যায় অ্যামাজন কেডিপি মার্কেটিং জনপ্রিয়। তাছাড়াও কম খরচে প্রকাশনার সুযোগ রয়েছে এখানে।
সাধারণত amazon কেডিপি ব্যবহার করে ই-বুক বা লিখিত কোন বই প্রকাশনার জন্য কোন অগ্রিম খরচ করতে হয় না। বরং আপনি যখন বই বিক্রি করবেন তখনই আপনার আয়ের অংশ পাবেন। আর এইদিক বিবেচনা করলেও বলা যায় একজন নতুন লেখক হিসেবে পরিচিতি পেতে এবং বিশ্বব্যাপী বইয়ের বিতরণের জন্য অ্যামাজন কেডিপি অর্থাৎ কিন্ডল direct publishing মাধ্যমটি বেছে নেবেন। যে মাধ্যম এখন সবচেয়ে বেশি জনপ্রিয়, কার্যকরী এবং বিশ্বস্ত।
অ্যামাজন কেডিপি মার্কেটিং এর সাথে সম্পর্কিত বিষয়বস্তু
অনেকেই জানেন না কেডিপি মার্কেটিং স্ট্রাটেজি বলতে কী বোঝায়, অ্যামাজন অ্যাড ক্যাম্পেইন বলতে কী বোঝায় এবং কিভাবে কেডিপি এর মাধ্যমে স্টেপ বাই স্টেপ বই প্রকাশ করা যায়। তাই আলোচনার এ পর্যায়ে আমরা অ্যামাজন কেডিপি মার্কেটিং এর সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলব। যেগুলো জানলে আপনি অ্যামাজন কেডিপি মার্কেটিং প্রফেশনাল ভাবে চালিয়ে যেতে পারবেন।
সত্যি বলতে amazon কেডিপিতে বই প্রকাশের প্রক্রিয়া বেশ সহজ এবং সাধারণ কয়েকটি ধাপে সম্পন্ন করা যায়। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে বইয়ের ফরমেটিং, কাভার ডিজাইন এবং বইয়ের বিবরণ তুলে ধরা। অ্যামাজন কেডিপি মার্কেটিং এর মাধ্যমে বই প্রকাশের স্টেপ বাই স্টেপ গাইড পেতে নিচের অংশটুকু পড়ুন।
১. অ্যামাজন কেডিপি একাউন্ট তৈরি করুন।
Amazon কেডিপিতে বই প্রকাশের জন্য সর্বপ্রথম আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এজন্য–
প্রথমত: Amazon KDP ওয়েবসাইটে যান।
দ্বিতীয়ত: নতুন একাউন্ট খুলুন বা আপনার বিদ্যমান অ্যামাজন একাউন্ট ব্যবহার করে সাইন ইন করুন।
তৃতীয়ত: ড্যাশবোর্ডে “Create a New Kindle eBook” বা “Create a New Paperback” অপশনটি ক্লিক করুন। মূলত এ পর্যায়ে আপনার বইয়ের ভাষা নির্বাচন, তারপর বইয়ের টাইটেল এবং সাবটাইটেল লেখার যাবতীয় কাজ সম্পাদন করতে হবে।
চতুর্থত: লেখক ও প্রকাশকের তথ্য দিন। মানে আপনার নাম বা লেখকের নাম দিন। সেই সাথে কপিরাইট অধিকারী এবং প্রকাশকের তথ্য প্রদান করুন (যদি প্রযোজ্য হয়)। পর্বটিতে আপনার বই সম্পর্কে যদি পাঠকদের কে বিশেষভাবে আকৃষ্ট করতে চান তাহলে বইয়ের একটি সংক্ষিপ্ত বর্ণনা দিন, যা পাঠকদের আকর্ষণ করবে।
এক্ষেত্রে আপনিকিওয়ার্ড নির্বাচন করুন যা বইয়ের সাথে সম্পর্কিত এবং সার্চে হেল্প করবে।। অতঃপর ক্যাটেগরি নির্বাচন করুন। ভালোভাবে দেখে শুনে অবশ্যই আপনার বইয়ের জন্য সবচেয়ে উপযুক্ত ক্যাটেগরি এবং সাবক্যাটেগরি নির্বাচন করতে ভুলবেন না।
আর এ পর্যন্ত কাজ সম্পাদন করার পর আপনাকে সময় নিয়ে বুক কভার ডিজাইন এর কাজটি করতে হবে। আপনি চাইলে কেডিপি’র কভার ক্রিয়েটর টুল ব্যবহার করে একটি কভার ডিজাইন করতে পারবেন বা আপনার নিজস্ব কভার আপলোডও করতে পারবেন।
ব্যাস অতঃপর আপনার বইয়ের ম্যানুস্ক্রিপ্ট আপলোড করতে হবে কেডিপি মার্কেটিং এর জন্য। এটি ওয়ার্ড ডকুমেন্ট, ePub, বা অন্য কোনো ফরম্যাটে হতে পারে। এরপর পর্যায়ক্রমে আপনাকে আরো যে কাজগুলো করতে হবে আপনার ই-বুক প্রচারনার জন্য সেগুলো হচ্ছে—
- বইয়ের মূল্য নির্ধারণ করণ
✓ আপনার বইয়ের প্রাইসিং স্ট্রাটেজি নির্বাচন করতে হবে। রয়্যালটি % নির্বাচন এবং বইটি কোন কোন মার্কেটে পাওয়া যাবে তা ঠিক করার বিষয়ে ভাবতে হবে এবং পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে হবে। এছাড়াও KDP Select প্রোগ্রামে বইটি অন্তর্ভুক্ত করতে চাইলে সেটিও নির্বাচন করতে পারবেন এ পর্যায়ে।
- বই প্রকাশ করণ
✓ উল্লেখিত সব তথ্য নিশ্চিত করার পর “Publish Your Kindle eBook” বা “Publish Your Paperback” অপশনে ক্লিক করে আপনি আপনার বই প্রকাশ করতে পারবেন। আর হ্যাঁ, বইটি অ্যামাজন প্ল্যাটফর্মে লাইভ হতে ২৪-৭২ ঘণ্টা সময় লাগতে পারে। তাই অনেকেই পাবলিশ করার সঙ্গে সঙ্গে না দেখতে পেলে ঘাবড়ে যাওয়ার কোনই কারণ নেই। কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন।
পাশাপাশি আমাজন কেডিপিতে নিজের বই প্রকাশের পর বসেনা থেকে মার্কেট এনালাইসিস করুন অতঃপর মার্কেটিং প্রচারণা চালান। সোশ্যাল মিডিয়া, ব্লগ, ইমেল নিউজলেটার, এবং বিজ্ঞাপন ব্যবহার করতে পারেন এক্ষেত্রে। এছাড়াও সাহায্য নিতে পারেন বিভিন্ন টুলস এর। কেননা KDP Select-এর বিভিন্ন প্রমোশনাল টুলস রয়েছে। যেমন Free Book Promotion বা Kindle Countdown Deals. যেগুলো এক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারে।
অ্যামাজন কেডিপি মার্কেটিং নিয়ে জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
- অ্যামাজন কেডিপি কীভাবে কাজ করে?
✓ অ্যামাজন কেডিপি লেখকদের তাদের বই প্রকাশ করার জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম সরবরাহ করে। এটি সহজে ব্যবহারযোগ্য এবং লেখকরা তাদের বই অ্যামাজনের বিশাল পাঠক বেসের সামনে উপস্থাপন করতে পারেন। মূলত বিশাল সংখ্যক অডিয়েন্সদের সামনে কোন জিনিস উপস্থাপনের মধ্য দিয়ে অ্যামাজন কেডিপি তাদের কাজ চালিয়ে যায়।
- কেডিপি সিলেক্ট কী?
✓ কেডিপি সিলেক্ট হলো একটি প্রোগ্রাম যা লেখকদের তাদের বই ৯০ দিনের জন্য একচেটিয়া হিসেবে অ্যামাজন উপলব্ধ করতে দেয়। এর মাধ্যমে অতিরিক্ত রয়্যালটি এবং প্রচারের সুযোগ পাওয়া যায়।
- ফ্রি প্রমোশন অ্যামাজন কেডিপিতে কিভাবে সাহায্য করে?
✓ ফ্রি প্রমোশন পাঠকদের আকৃষ্ট করতে এবং বইয়ের প্রচার বাড়াতে সহায়ক। এটি নতুন পাঠকদের বই পড়ার সুযোগ দেয়, যা ভবিষ্যতে বিক্রয়ে সহায়ক হয়। মূলত ফ্রি প্রোমোশন amazon কেডিপি মার্কেটিং এ এভাবে সহযোগিতা করে থাকে।
- অ্যামাজন অ্যাডস কীভাবে কাজ করে?
✓ অ্যামাজন অ্যাডস হলো একটি পেইড প্রচারণা ব্যবস্থা যেখানে লেখকরা তাদের বইয়ের বিজ্ঞাপন দিতে পারেন। এটি নির্দিষ্ট কিওয়ার্ড এবং টার্গেট অডিয়েন্স ব্যবহার করে প্রচারণার কার্যকারিতা বাড়াতে সহায়ক।
- বইয়ের প্রমোশনের জন্য কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সবচেয়ে কার্যকর?
✓ ফেসবুক, টুইটার, এবং ইনস্টাগ্রাম বই প্রমোশনের জন্য সবচেয়ে কার্যকর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এগুলোতে প্রচারণা চালিয়ে দ্রুত পাঠকদের কাছে পৌঁছানো যায়। তাই আপনি বই প্রমোশনের জন্য এই সকল সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের সহযোগিতা নিতে পারেন।
তো অডিয়েন্স বন্ধুরা, এই ছিল অ্যামাজন কেডিপি মার্কেটিং নিয়ে আমাদের আজকের আলোচনা। যদি এ সম্পর্কে কোন প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন। পরবর্তীতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।