বাংলাদেশে কয় ধরনের ইন্সুরেন্স রয়েছে?
বাংলাদেশে কিছু দিন আগেও অনেকের কাছে ইন্সুরেন্স বেশি গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু বর্তমানে বাংলাদেশে সকল নাগরিক ইন্সুরেন্স করতে অনেক বেশি আগ্রহী হয়ে উঠছে। সকল নাগরিকের জন্য ইনস্যুরেন্স অনেক গুরুত্বপূর্ণ, ইন্সুরেন্স প্রত্যেকের সম্পদ/সম্পত্তি এবং নিজেদেরকে আর্থিক ঝুঁকি থেকে রক্ষা করতে পারে, এবং ইন্সুরেন্স আপনাকে চিকিৎসা জরুরি অবস্থা, হাসপাতালের ভর্তি, যে কোন অসুস্থতার জন্য অর্থ প্রদান করতে সহায়তা করে।
বাংলাদেশে বর্তমানে পাঁচ ধরনের ইনস্যুরেন্স রয়েছে:
জীবন বীমা, (life insurance)
সাধারণ বীমা, (General insurance)
পুনর্বীমা, (Reinsurance)
মাইক্রো-বীমা, (Micro-insurance,)
তাকাফুল বা ইসলামী বীমা। (Takaful or Islamic Insurance).
জীবন বীমা কি ? (What is life insurance ?).
জীবন বীমা গ্রাহক ও বীমা প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি হয়, সেখানে বীমা প্রতিষ্ঠান নিশ্চিত করে যে যিনি বিনা করেছেন তিনি মৃত্যুবরণ করলে একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট বীমা কারীর পরিবার পাবে, বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি জীবন বীমা করে থাকে, আর জীবন বীমা মানুষের জীবনের সুরক্ষা নিশ্চিত করার ধারা বজায় রাখে, লাইফ ইন্সুরেন্স কিভাবে কাজ করে সেটি আপনি বুঝতে পারলেই আপনি সুশৃংখলভাবে সম্পদ পরিচালনা ও সম্পদ বাড়াতে পারবেনে, এবং লাইক ইন্সুরেন্স এর মাধ্যমে নিজের এবং পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম হবে।
সাধারণ বীমা কি ? (What is General insurance ?).
সাধারণ বীমা বা নন লাইফ ইন্সুরেন্স পলিসি এটি অটোমোবাইল এবং বাড়ির মালিকদের কিছু নিয়ম-নীতি সহ একটি নির্দিষ্ট এমাউন্ট প্রদান করা হয়, সাধারণত এই ইন্সুরেন্স টি বাংলাদেশের মধ্যে বাড়ির মালিকদের বিশেষভাবে প্রয়োজন হয়ে থাকে, এবং যারা অটোমোবাইল এর সাথে জড়িত তাদের বিশেষভাবে প্রয়োজন হয়ে থাকে এই ইন্সুরেন্স, বাংলাদেশের বর্তমানে সাধারণ বীমার হার দিন দিন বেড়েই চলছে,
পুনর্বীমা কি? (What is Reinsurance ?).
পুনর্বীমা হল একটি বীমা কোম্পানি (সিডিং কোম্পানি) এবং অন্য একটি বীমা কোম্পানির (পুনর্বীমাকারী) মধ্যে একটি চুক্তি। পুনর্বীমাকারী প্রিমিয়ামের একটি অংশের বিনিময়ে সিডিং কোম্পানি কর্তৃক গৃহীত ঝুঁকির একটি অংশ গ্রহণ করতে সম্মত হয়। পুনর্বীমা কারি বীমা কোম্পানির কাছ থেকে একটি নির্দিষ্ট ধরনের ঝুঁকি গ্রহণ করতে সম্মত হন, চুক্তিতে পুনর্বীমা কারি কোম্পানি উল্লিখিত সমস্ত ঝুঁকি গ্রহণ করতে বাধ্য, এই চুক্তি দুই ধরনের হয়ে থাকে (১. ঝুঁকি নির্দিষ্ট বা অস্থায়ী পুনর্বীমা ২. পুনর্বীমা চুক্তি।
যদিও বীমা ব্যক্তি এবং সংস্থাগুলিকে সরাসরি কভারেজ প্রদান করে, পুনর্বীমা সংস্থাগুলিকে সেই ঝুঁকিগুলির একটি অংশ পুনর্বীমাকারীদের কাছে হস্তান্তর করে তাদের নিজস্ব ঝুঁকিগুলি পরিচালনা করতে সহায়তা করে।
মাইক্রো-বীমা কি? (What Is Micro-insurance ?).
মাইক্রো বীমা হল নিম্ন আয়ের লোকদের জন্য যাদের প্রতিদিনের ইনকাম ১০০ থেকে ৫০০ টাকার মধ্যে তাদের জন্য বীমা। মাইক্রো ইন্স্যুরেন্স বলতে বোঝানো হয় স্বাস্থ্য বীমা, চুক্তি হয়ে থাকে বিভিন্ন জিনিসপত্র যেমন কুঁড়েঘর সম্পদ বা যন্ত্রাংশ অথবা ব্যক্তিগত দুর্ঘটনার চুক্তি। এই ইন্সুরেন্সের মূল উদ্দেশ্য হলো পারস্পরিকভাবে আর্থিক ঝুঁকি কমিয়ে পরিবারের সমস্ত সদস্যকে আর্থিকভাবে সুরক্ষিত রাখা। মাইক্রো ইন্সুরেন্স অর্থনৈতিকভাবে ছোট পরিবারকে উন্নয়নের একটি দরকারি হাতিয়ার হিসেবে কাজ করে, নিম্নপরিবার গুলি বিভিন্ন সময় হাসপাতালের বিল দিতে এবং তাদের পরিবারের ঝুঁকি কমাতে এই ইন্সুরেন্স খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তাকাফুল বা ইসলামী বীমা কি? (What Is Takaful or Islamic Insurance ?).
তাকাফুল বা ইসলামী ইন্সুরেন্স এটি ইসলামী আইন ও শরীয়তের নির্দেশনা বলি অনুযায়ী ও ইসলামী নিয়ম-নীতি মোতাবেক পরিচালিত হয় ইসলামিক নিয়ম-নীতি অনুযায়ী যেই ইন্সুরেন্স করা হয় সেটিকে তাকাফুল বা ইসলামী ইন্সুরেন্স বলা হয়।
শারিয়াহ ভিত্তিক পলিসি – তাকাফুল এটি সেই সব ব্যক্তিদের জন্য একটি ইসলামিক ইন্সুরেন্স যারা ইসলামী আইন ও শরীয়তের নির্দেশনা ও বিধি-বিধান মেনে চলে তাদের জন্য একটি সুরক্ষা ও সঞ্চয় পরিকল্পনা ইসলামী শরীয়ত অনুযায়ী সুদ মুক্ত ইন্সুরেন্স।
অতিরিক্ত দুর্ঘটনাজনিত সুবিধা – দুর্ঘটনাজনি মৃত্যু অথবা দুর্ঘটনাজনি ত স্থায়ী সম্পূর্ণ কর্মক্ষমতা হারিয়ে ফেললে যেই পরিমাণ অর্থ দিয়ে ইন্সুরেন্স করবে সেই পরিমাণ অর্থের দ্বিগুণ অথবা চার কোটি টাকা পর্যন্ত লভ্যাংশ পেতে পারে, ইসলামী শরিয়া আইন অনুযায়ী ইন্সুরেন্সের এই অর্থ প্রদান করা হবে।
উপসংহার – ইন্সুরেন্স প্রত্যেকটি মানুষের পথ চলার সঙ্গী হতে পারে, ইন্সুরেন্স এর মাধ্যমে আপনি আপনার নিজের এবং পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে পারবেন এবং অসুস্থতার সময় হাসপাতালের বিল পরিশোধের জন্য ইনস্যুরেন্স উপকারে আসে, এছাড়াও ছোট বিজনেসের এবং বড় বিজনেস শুরু করার সময় বীমা করতে পারেন এতে আপনার বিজনেস সুরক্ষিত থাকবে।
[…] […]