Student Part time Job | স্টুডেন্টদের জন্য পার্ট টাইম চাকরি সম্পর্কে A টু Z.
চাকরি মানুষকে স্বাবলম্বী হতে শেখায়। কেননা অর্থ মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে একটি। স্বাভাবিকভাবেই আমাদের জীবনকে কিছুটা সুন্দর করার জন্য প্রয়োজন পড়ে টাকার। বিশেষ করে– পড়ুয়ারত ছাত্রদের হাত খরচের জন্য হলেও টাকার প্রয়োজন। আর সেই টাকা যদি সে নিজেই উপার্জন করতে পারেন তাহলে বিষয়টা হয় অনেক মজার এবং সম্মানজনক। কি তাইতো?
একদমই তাই। আর এজন্যই চোখ বন্ধ করে এটা বলা যায় স্টুডেন্টদের জীবনে পার্ট টাইম চাকরি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এটি যে শুধুমাত্র আয় করার একটা মাধ্যম তা নয়, বরং ব্যক্তি দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনেরও একটি দুর্দান্ত উপায়। একজন ছাত্র হিসেবে যদি কেউ আত্মনির্ভরশীল হতে চায় তাহলে পার্ট টাইম চাকরি করা অতীব জরুরী। যাই হোক– আজ আমরা student part time job | স্টুডেন্টদের জন্য পার্ট টাইম চাকরি নিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যেগুলো আপনার জীবনে উপকারে আসতে পারে।
student part time job | স্টুডেন্টদের জন্য পার্ট টাইম
আপনি হয়তো জানবেন– Part-Time চাকরি সাধারণত একটি নির্দিষ্ট সময়ের জন্য বা সপ্তাহে নির্দিষ্ট ঘণ্টা অনুযায়ী নির্ধারিত হয়ে থাকে। এটি সম্পূর্ণ সময়ের চাকরির তুলনায় কম সময়ের জন্য বরাদ্দ হয় এবং শিক্ষার্থীদের জন্য এটি বেশ সুবিধাজনক বটে।
আর এই Part-Time job শিক্ষার্থীদের জন্য একদিকে আয়ের সুযোগ সৃষ্টি করে, একইভাবে অন্যদিকে তাদের কর্মজীবনের প্রাথমিক প্রস্তুতিতে সহায়তা করে। এটি শিক্ষার্থীদের কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনের ভিত্তি মজবুত করে তোলে। অনেকেই পার্ট টাইম চাকরি প্রতি বেশ আগ্রহী। তো আপনি যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে পার্টটাইম চাকরি কত প্রকার এবং student part time job | স্টুডেন্টদের জন্য পার্ট টাইম চাকরির উপায় ও যোগ্যতা সম্পর্কে জানুন।
student part time job | পার্ট টাইম চাকরির ধরণ
বিভিন্ন ধরনের পার্টটাইম চাকরি রয়েছে। বর্তমানে student part time job গুলোর মধ্যে থেকে সবচেয়ে জনপ্রিয় ও পরিচিত হয়ে উঠেছে অনলাইন পার্ট টাইম চাকরি সমূহ। যাইহোক পার্ট টাইম চাকরির ধরন সাধারণত তিন ভাগে বিভক্ত। যথা–
- অনলাইন পার্টটাইম চাকরি
- অফলাইন পার্টটাইম চাকরি এবং
- ফ্রিল্যান্সিং অথবা ফিক্সড পার্ট টাইম চাকরি।
অনলাইন Part-Time চাকরি
অনলাইন Part-Time চাকরি বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে বেশ জনপ্রিয়। কেননা এতে করে তারা ঘরে বসে আয় করতে পারে এবং পড়াশুনার পাশাপাশি কাজ করতেও অনেক সুবিধা হয়।
অফলাইন Part-Time চাকরি
অফলাইন Part-Time চাকরি যেমন দোকানে কাজ করা, রেস্টুরেন্টে কাজ করা, টিউশনি দেয়া ইত্যাদি অনেক শিক্ষার্থীর জন্য একটি ভালো বিকল্প। মূলত নিজেদের অভিজ্ঞতা বাড়াতে এবং দক্ষতাকে আরও বেশি পাকাপোক্ত করতে কমিউনিকেশন স্কিলস ইমপ্রুভ এর জন্য অফলাইন পার্ট টাইম চাকরি করে থাকেন বেশিরভাগ স্টুডেন্টরা।
Freelancing vs Fixed Part-Time Job
Freelancing এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজের সুবিধামত কাজ করতে পারে। অন্যদিকে, Fixed Part-Time Job নির্দিষ্ট সময় ও দায়িত্ব নিয়ে কাজ করার সুযোগ দেয়। তবে যাই হোক, আপনি পার্ট টাইম চাকরি যেভাবেই করুন না কেন একজন স্টুডেন্ট হিসেবে এটা আপনাকে সর্বোচ্চ আয়ের একটি মাধ্যম খুলে দেবে, যা আপনার শিক্ষাজীবনে পড়াশোনার খরচ চালাতে সাহায্য করবে সর্বোচ্চভাবে।
স্টুডেন্টদের জন্য অনলাইন পার্ট টাইম চাকরি | অনলাইন Part-Time চাকরির সুযোগ
student part time job | স্টুডেন্টদের জন্য পার্ট টাইম চাকরি হিসেবে আপনি যদি অনলাইন মাধ্যম বেছে নেন সে ক্ষেত্রে অনলাইনে সাধারণত যে সকল কাজগুলো আপনার জন্য পারফেক্ট হবে সেগুলো হলো –
- কনটেন্ট রাইটিং
- গ্রাফিক ডিজাইন
- ট্রান্সলেটর
- ডাটা এন্ট্রি অপারেটর
- টেলি মার্কেটার
- অনলাইন টিউটর
- এসইও মার্কেটার
- সোশ্যাল মিডিয়া ম্যানেজার
- ভিডিও এডিটিং
- ইউটিউব অথবা ব্লগিং কিম্বা এফিলিয়েট মার্কেটিং সহ প্রভৃতি।
স্টুডেন্টদের জন্য অফলাইন student part time job | অফলাইন Part-Time চাকরির সুযোগ
আপনি যদি পার্ট টাইম চাকরির জন্য অফলাইন মাধ্যমে বেছে নেন সে ক্ষেত্রে ফলো করতে পারেন বাংলাদেশের পার্টটাইম চাকরির বিজ্ঞাপন সমূহ। কেননা মাঝেমধ্যেই পার্টটাইম চাকুরীর সার্কুলার প্রকাশ করে বিভিন্ন সরকারি বেসরকারি ওয়েবসাইট। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি অনলাইন পার্ট টাইম জব এর নাম সাজেস্ট করেছি। এ পর্যায়ে স্টুডেন্টদের জন্য অফলাইন পার্টটাইম চাকরির মাধ্যম বা সুযোগগুলো সংযুক্ত করছি। যথা –
- হোম থিয়েটার
- অফলাইন ডাটা এন্ট্রি
- ক্যান্ডেল মেকিং
- পার্ট টাইম রাইডার
- ইভেন্ট প্ল্যানিং ম্যানেজার
- মিউজিক ইন্সট্রাক্টর
- সেফ বা ওয়েটার
এমন কি স্থানীয় দোকানেও একজন শিক্ষার্থী হিসেবে পার্ট টাইম চাকরি করতে পারবেন। যেটা অনেক বেশি সহজ এবং লব্ধমান কাজ। আর হ্যাঁ, যদি ক্রিয়েটিভ মাইন্ডেড হয়ে থাকেন সেক্ষেত্রে ইভেন্ট প্ল্যানিং ম্যানেজমেন্ট এর কাজ আপনার জন্য হবে সর্বোত্তম। পাশাপাশি আরো রয়েছে ডেলিভারি জব, কল সেন্টার জব ইত্যাদি ইত্যাদি।
আর হ্যাঁ, ইতিমধ্যে আমরা উল্লেখ করেছি ফ্রিল্যান্সিং vs ফিক্সড পার্ট টাইম জব কে। আপনার মনে প্রশ্ন জাগতে পারে এই দুইটির মধ্যে কোনটা ভালো? এর জন্য জানতে হবে ফ্রিল্যান্সিং এর সুবিধা ও অসুবিধা এবং ফিক্সড পার্ট টাইম জব এর সুবিধা ও অসুবিধা।
দেখুন আপনি যদি ফ্রিল্যান্সিং আজকে পার্ট টাইম চাকরি হিসেবে বেছে নেন সে ক্ষেত্রে সুবিধা হিসেবে পাবেন কাজের এবং সময়ের স্বাধীনতা এবং নিজের কাজ নিজে পরিমাণ করার সুযোগ। কিন্তু যদি আপনি অনেক বেশি এক্সপার্ট এবং ক্রিয়েটিভ না হন তাহলে কাজের নিশ্চয়তা খুব কম এবং আয় অনিয়মিত হতে পারে।
অন্যদিকে ফিক্সড পার্ট টাইম জব এর সুবিধা হচ্ছে এর মাধ্যমে আপনি নির্দিষ্ট আয় করতে পারবেন এবং আপনার কাজের নিশ্চয়তা রয়েছে। কিন্তু যেহেতু একজন স্টুডেন্ট হিসেবে আপনি পড়াশোনার পাশাপাশি কাজ করতে চান সে ক্ষেত্রে ফিক্সড পার্ট টাইম জব আপনার জন্য সময় ও সীমাবদ্ধতা এবং কাজের চাপের কারণ হতে পারে।
এখন এই দুই ধরনের পার্ট টাইম চাকরির মধ্যে কোনটা পারফেক্ট সেটা আপনার দক্ষতা, ক্যাপাসিটি এবং সময় ম্যানেজমেন্ট এর উপর নির্ভর। তাই নিজের সিদ্ধান্ত নিয়ে আর নিজের নির্বাচন করুন যে এই দুইটি কাজের মধ্যে আপনার জন্য কোনটা পারফেক্ট। তবে আমরা বলব যেহেতু আপনি সীমাবদ্ধতা ছাড়া কাজ করতে চান সে ক্ষেত্রে ফ্রিল্যান্সিং কে বেছে নিন।
স্টুডেন্টদের জন্য পার্ট টাইম চাকরি খোঁজার উপায় | student part time job খোঁজার নিয়ম
পার্টটাইম চাকরি খোঁজার জন্য আপনাকে এই মুহূর্তে সাহায্য করবে অনলাইন জব পোর্টাল সমূহ। কেননা অফলাইন এবং অনলাইন উভয় চাকরির সার্কুলার এখন বিভিন্ন ওয়েবসাইটে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। এজন্য অনলাইন জব পোর্টালগুলো অনুসরণ করুন। চাইলে লোকাল নিউজ পেপার গুলো খুঁজে দেখতে পারেন।
এখনো আসুন জেনে নেই – একজন স্টুডেন্ট হিসেবে আপনি যদি পার্ট টাইম চাকরিতে যুক্ত হতে চান সেক্ষেত্রে রিজিউম এবং কভার লেটার কিভাবে তৈরি করবেন? তাই এ ব্যাপারে ধারণার জন্য রিজিউম ও কভার লেটার তৈরি করার টিপস সমূহ এক নজরে দেখে নিন।
Resume এবং Cover Letter তৈরি করার টিপস
আপনি যদি পার্ট টাইম চাকরির জন্য নিয়োগ পেতে চান তাহলে তৈরি করে রাখুন রিজিউম এবং কভার লেটার। এর জন্য তাতে অবশ্যই প্রয়োজনীয় তথ্যগুলো নির্ভুলভাবে তুলে ধরবেন। যেমন শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা বা দক্ষতা। কভার লেটার এমন ভাবে তৈরি করবেন যাতে করে চাকরিদাতা প্রতিষ্ঠান আপনার কাজের প্রতি আগ্রহ এবং দক্ষতা প্রদর্শন করে। কেননা আপনার এই রিজিয়ম ও কভার লেটার দেখেই সাধারণত তারা আপনাকে নির্বাচনের জন্য প্রাথমিক সিদ্ধান্ত নেবে।
অতঃপর আপনি পার্টসটাইম চাকরির জন্য ইন্টারভিউ দেবেন। সাধারণত যে কোন চাকরিতেই প্রথমে আবেদন করতে হয় দ্বিতীয়ত লিখিত পরীক্ষার সম্মুখীন হতে হয় অতঃপর মৌখিক পরীক্ষার মধ্য দিয়ে তার সমাপ্তি ঘটে। পার্ট টাইম চাকরির ক্ষেত্রে একজন স্টুডেন্ট হিসেবে আপনাকে শুধুমাত্র চাকরির জন্য এপ্লাই করতে হবে অতঃপর ইন্টারভিউতে অংশগ্রহণের মাধ্যমে আপনি আপনার কাজ করার সুযোগ পাবেন।
যেহেতু স্টুডেন্ট হিসেবে পার্ট টাইম জব করবেন তাই অবশ্যই চাকরির সাথে পড়াশোনার মান উন্নয়নের উপায় গুলো জেনে রাখতেও ভুলবেন না। সত্যি বলতে পড়াশোনা এবং চাকরি উভয়েরই প্রয়োজনীয়তা রয়েছে আমাদের জীবনে। তাই একজন স্টুডেন্ট হিসেবে নিজের পড়াশোনা কন্টিনিউ রাখুন এবং টুকটাক পার্ট টাইম জব করে নিজের হাত খরচ বা প্রয়োজনীয় খরচ মেটান।
আমাদের মতে স্টুডেন্টদের জন্য উপযুক্ত পার্টটাইম চাকরি হচ্ছে–
- ডাটা এন্ট্রি
- লোকাল বিজনেস অ্যাসিস্ট্যান্ট
- হোটেল বা রেস্টুরেন্ট এর স্টাফ
- ইভেন্ট এসিস্ট্যান্ট
- রিটেইলস অ্যাসোসিয়েট।
তাহলে আর দেরি কেন, স্টুডেন্টদের পার্ট টাইম চাকরি গুলোর মধ্যে থেকে যেকোনো একটি আপনার পছন্দমত বেছে নিন আর অংশগ্রহণ করার চেষ্টা করুন।
আরেকটি বিষয় পার্ট টাইম চাকরি থেকে কিভাবে অর্জন করবেন অভিজ্ঞতা, এ বিষয়টি সম্পর্কে যদি আপনি ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং ফিউচার প্ল্যানিং করেন তাহলে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করতে পারে। পাশাপাশি নেটওয়ার্কিং এবং প্রফেশনাল স্কিলস অর্জনের মাধ্যমে আপনি পার্ট টাইম চাকরি থেকে অভিজ্ঞতা অর্জনের দুর্দান্ত সুযোগটি লুফে নিতে পারবেন।
student part time job/স্টুডেন্টদের জন্য পার্ট টাইম জব নিয়ে জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
১. পার্ট টাইম জব বলতে কি বুঝায়?
✓ পার্ট টাইম জব বলতে এমন চাকরি বোঝায় যেখানে কর্মীরা পুরনো কালীন বা ফুলটাইম কাজের চেয়ে কম সময়ে কাজ করতে পারে। আমাদের বাংলাদেশের সাধারণত ৮ ঘন্টা কাজ করা কে ফুল টাইম জব বলে আখ্যায়িত করা হয় তো এর উপর ভিত্তি করে যদি বলি তাহলে আট ঘন্টার কম সময়ে আপনি যে কাজ করবেন সেটাই হচ্ছে পার্ট টাইম চাকরি বা পার্ট টাইম জব।
২. শিক্ষার্থীদের পার্ট টাইম চাকরি করা কি ভালো ধারণা?
✓ হ্যাঁ অবশ্যই শিক্ষার্থীদের পার্ট টাইম চাকরি ভালো ধারণা। কেননা শিক্ষাজীবনেই তারা চাকরি করার মাধ্যমে তাদের অভিজ্ঞতা অর্জনের একটি দুর্দান্ত মাধ্যম পাছে সেই সাথে নিজের দক্ষতা বা ক্রিয়েটিভিটিকে কাজে লাগাতে পারছে। অতএব বলতেই পারেন শিক্ষার্থীদের পার্ট টাইম চাকরি করা ভালো এবং এটি একটি দুর্দান্ত পদক্ষেপ।
৩. কেন আপনি পার্ট টাইম কাজ করতে চান?
✓ আমি যেন নিজের পড়াশোনা বা অন্যান্য কাজের পাশাপাশি নিজের ভালোলাগার উপর ভিত্তি করে অন্য কোন উপায়ে কাজ করতে পারি অথবা নিজের অবসরের সময়টাকে এলোমেলো ভাবে না কাটিয়ে সেটা কোন কাজের মধ্যে দিয়ে কাটাতে পারি এজন্যই পার্ট টাইম চাকরি বা কাজ করতে চাই।
৪. অনলাইনে কি কি জব করা যায় পার্ট টাইম চাকরি হিসেবে?
✓ অনলাইনে কনটেন্ট রাইটিং, ভিডিও এডিটিং, ব্লগিং থেকে শুরু করে হাজারো কাজ করা যায় পার্ট টাইম চাকরি হিসেবে।
৫. পার্ট টাইম চাকরি থেকে কত টাকা আয় করা সম্ভব?
✓ এটা সম্পূর্ণ আয়ের পরিমাণ কাজের ধরন এবং সময়ের উপর নির্ভরশীল। তবে আপনি যদি কম সময়েও দিয়ে থাকেন সেক্ষেত্রেও মাসে অন্তত পাঁচ থেকে 15 হাজার টাকা ইনকাম করতে পারবেন পার্ট টাইম চাকরি করে।
তো বন্ধুরা, student part time job | স্টুডেন্টদের জন্য পার্ট টাইম চাকরি শুধু আয়ের মাধ্যম নয় বরং এটি তাদের কর্মজীবনের একটি শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে সাহায্য করে। তাই নিজের দক্ষতা বৃদ্ধি করতে এবং ভবিষ্যৎ কর্মজীবনে যাতে অভিজ্ঞতা হিসেবে দেখাতে পারেন তার জন্য হলেও পার্ট টাইম জব করুন। আর এ নিয়ে যদি আর কোন প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।