UI/UX ডিজাইন কেন শিখবেন। UI/UX ডিজাইনার হয়ে চাকরি
বর্তমানে প্রতিটি ক্ষেত্রেই আধুনিকতার ছাপ পড়েছে, সকলেই চাকরির বাজার ছেড়ে ফ্রিল্যান্সিং জগতে যুক্ত হতে চাচ্ছে, ফ্রিল্যান্সিং জগতে যুক্ত হলে সবচেয়ে বড় সুবিধা হল ঘরে বসে অফিস করা যায় এবং ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অর্থ উপার্জন করা যায়গ। প্রতিদিন সকালে অফিসে যেতে হয় না নিজের মত নিজের স্বাধীনতা অনুযায়ী চলা যায় তাই প্রতিনিয়ত ক্রিয়েটিভ মানুষজন ফ্রিল্যান্সিং এর দিকে ঝুঁকছে, আর এই ফ্রিল্যান্সিং করার জন্য সবচেয়ে জনপ্রিয় স্কিল গুলির মধ্যে একটি হচ্ছে UI/UX ডিজাইন।
UI/UX কেন শিখবেন?
বর্তমান সময়ে সব কিছুতেই ডিজিটাল এর ছোঁয়া পেয়ে থাকে, সকলেরই একটি বিজনেস শুরু করার সাথে সাথে একটি ওয়েবসাইট প্রয়োজন হয়, বড় বড় কোম্পানি থেকে শুরু করে ছোট ছোট অনেক কোম্পানি এখন ওয়েবসাইট তৈরি করে থাকে, আর একটি ওয়েবসাইট সহজ এবং ইউজার ফ্রেন্ডলি তৈরি করার জন্য একজন UI/UX ডিজাইন এর গুরুত্ব অনেক বেশি, একজন UI/UX ডিজাইনার একটি ওয়েবসাইটকে ইউজারদের জন্য সহজ ও মাধুর্যপূর্ণ ওয়েবসাইট তৈরি করতে সাহায্য করে।
বাংলাদেশের বড় বড় আইটি ফার্ম গুলিতে UI/UX ডিজাইনারদের চাহিদায় দিন দিন বেড়েই চলছে, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি অনেকেই বর্তমানে এই ডিজিটাল প্রোডাক্ট ডিজাইন শিখে স্বাবলম্বী হচ্ছে, এটির চাহিদা দিন দিন বাড়ার কারণে এই স্কিলটি শিখে বেকার মুক্ত বাংলাদেশ গড়া খুবই সহজ, তাই আপনি আপনার ক্যারিয়ার সুন্দরভাবে গড়তে চাইলে UI/UX ডিজাইনে আপনার কেরিয়ার করতে পারেন।
UI/UX ডিজাইনার হয়ে চাকরি।
বর্তমানে UI/UX ডিজাইন এর চাকরির বাজার খুবই দারুণ চলছে UI/UX ডিজাইনার হয়ে আপনি কয়েক ভাবে চাকরি করতে পারেন, হোম অফিস – আপনি চাইলে রিমোট জব করতে পারেন, বিদেশি কোম্পানিগুলোতে UI/UX ডিজাইন এর রিমোট জবের খুবই চাহিদা রয়েছে, আপনি linkedin এর মাধ্যমে বিভিন্ন বিদেশি কোম্পানিগুলোতে জবের এপ্লাই করতে পারবেন, সেখান থেকে আপনি বিদেশি কোম্পানিতে ঘরে বসে রিমোট জব পেয়ে যাবেন, অফিস জব আপনি চাইলে বাংলাদেশী বড় বড় আইটি ফার্ম গুলিতে UI/UX ডিজাইনার হিসেবে যুক্ত হতে পারেন।
UI/UX ডিজাইনার হয় সবচেয়ে বেশি রিমোট জব করা যায়, linkedin এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিদেশি বড় বড় কোম্পানিগুলি রিমোট জব এর জন্য ডিজাইনার খুজে থাকে, সেখানে সুন্দর একটি সিভি দিয়ে আপনি জবে এপ্লাই করতে পারবেন, এবং অবশ্যই একটি ভালো পোর্টফোলিও প্রয়োজন, যদি আপনার পোর্টফলিওটি ভালো হয় তাহলে আপনি সহজেই জব পেয়ে যাবেন । যদি আপনার পোর্টফোলিও ভালো না হয় তাহলে জব পেতে সমস্যা হবে, অবশ্যই আপনাকে ইংলিশে দক্ষ থাকতে হবে ইংলিশে দক্ষতা থাকলেই আপনি বিদেশি কোম্পানিতে রিমোট জব করতে পারবেন।
UI/UX ডিজাইনে কাজ সহজ নাকি কঠিন?
কাজটি মোটেও সহজ নয় ডিজাইনার ইউজারদের কথা চিন্তা করে সব সময় ইউজার ফ্রেন্ডলি ডিজাইন তৈরি করতে হয়, কে কিভাবে ওয়েবসাইট দেখতে পছন্দ করে সেটি নিয়ে গবেষণা করতে হয় এবং ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে বিদেশি কোন ওয়েবসাইট এর কাজ পেলে সেই দেশের ইউজার নিয়ে গবেষণা রিসার্চ সবকিছু সর্বোচ্চ সীমায় পৌঁছাতে হয়, তাহলে ইউজার ফ্রেন্ডলি ডিজাইন করা সম্ভব হয় এটি খুবই পরিশ্রমী এবং ধৈর্যশীল একটি কাজ।
ইউ আই ডিজাইন এর ক্ষেত্রে সবচেয়ে বেশি জনপ্রিয় সফটওয়্যার এর নাম হল Figma, এই অ্যাপসটির ব্যবহার প্রফেশনাল ভাবে জানতে হয় এবং Apps এর কোন টুল দিয়ে কোন কাজটি সঠিকভাবে করা যায় তার উপর বিশেষ নলেজ থাকতে হবে, ডিজাইন করার সময় অবশ্যই কালার কম্বিনেশন ব্র্যান্ড গাইডলাইন ডিজাইন এর প্রিন্সিপাল সবকিছু মেনেই একটি ইউ আই ডিজাইন সাজানো হয় এটি খুবই কষ্টকর এবং সময় সাপেক্ষ ও ধৈর্যশীল একটি কাজ।
কোথায় থেকে UI/UX ডিজাইন শেখা যাবে
UI/UX ডিজাইন শিখার জন্য বাংলাদেশে অনেকগুলি ই লার্নিং প্ল্যাটফর্ম রয়েছে, তবে সবগুলি ই লার্নিং প্লাটফর্মের কোর্স ভালো এমন নয়। অনেকগুলি প্রতিষ্ঠানের কোর্স অনেক প্রফেশনাল এবং ভালো হয়ে থাকে এবং অনেক ওয়েবসাইটের কোর্সগুলি একদমই গুণগতমান খারাপ হয়ে থাকে ওই সমস্ত স্থান থেকে কাজ শিখলে ভালো কিছু করা যাবে না। তাই সব সময় ভালো ভালো আইটি সেন্টার থেকে UI/UX ডিজাইন এ প্রফেশনাল হতে হবে।
UI/UX ডিজাইন করে প্যাসিভ ইনকাম
UI/UX ডিজাইন শিখে আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন এই সেক্টরে আপনি ভালো পরিমান অর্থ আয় করতে পারবেন। বর্তমানে প্রোডাক্ট ডিজাইন এর চাহিদা পূর্বের তুলনায় দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে, Themeforest এর মত জনপ্রিয় সাইটের মধ্যে প্রতিনিয়ত নতুন নতুন UI ডিজাইনার প্রোডাক্ট ডিজাইন আপলোড করে থাকে। সেখান থেকে নিজের তৈরিকৃত ডিজাইন সেল করে আপনি অর্থ উপার্জন করতে পারেন, এইখানে কাজ করার জন্য অবশ্যই আপনার প্রো লেভেল এর ডিজাইনার হতে হবে। ইন্টারনেসনাল মানের ডিজাইন সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে, তাহলে আপনি Themeforest থেকে ভালো পরিমান অর্থ উপার্জন করতে পারবে।
চলুন আমরা কিছু ভালো আইটি ইনস্টিটিউট এর নাম জেনে আসি যারা খুব ভালো UI/UXডিজাইন শিখিয়ে থাকে – সর্ব প্রথমে রয়েছে User Hub তারা খুব ভালোভাবে UI/UX ডিজাইন শিখিয়ে থাকে, বাংলাদেশের সবচেয়ে বড় UI/UX ডিজাইন এর ইনস্টিটিউট এটি এখান থেকে যারাই পোস্টটি কমপ্লিট করেছে তারাই ভালো একটি পোর্টফলিও রেডি করতে পেরেছে।
Creative it Institute – দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আইটি ইনস্টিটিউট হচ্ছে এটি, এখানে অনেক রকমের কোর্স করানো হয়। আপনারা যারা ফ্রিল্যান্সিং শিখতে চান তাদের ইনস্টিটিউট গুলিতে ভিজিট করে আসতে পারেন, তারা খুবই ভালো কোর্স করিয়ে থাকে এবং তারা UI/UX ডিজাইন শিখিয়ে থাকে, এদের কোর্সের গুণগত মান সবসময়ই ভালো আপনিও চাইলে তাদেরকে সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে বেছে নিতে পারে।
Nurency Academy –এই লার্নিং প্লাটফর্ম এর ফাউন্ডার একজন ভালো UI/UX ডিজাইনার, তিনি বিশ্বের ১০ জন UI/UX ডিজাইনারদের মধ্যে একজন, তার এই একাডেমিতে এখন পর্যন্ত প্রায় এক হাজারের অধিক শিক্ষার্থী UI/UX ডিজাইন শিখেছে, তার এই প্লাটফর্মটি একদম নতুন একটি লার্নিং প্ল্যাটফর্ম, আপনারা যারা UI/UX ডিজাইনে কেরিয়ার গড়তে চান তারা Nurency Academy এর কোর্স চোখ বন্ধ করে করতে পারেন।
এই তিনটি প্ল্যাটফর্ম ছাড়াও বাংলাদেশে অনেক ইলার্নিং প্ল্যাটফর্ম এই কোর্স করিয়ে থাকে, আপনারা অবশ্যই ভেবেচিন্তে এবং ভালো ইনস্টিটিউট বাছাই করে তারপর পরবর্তীতে কোর্স করবেন, যেখানে সেখানে কোর্স করবেন না। একটি জিনিস মনে রাখবেন এই কোর্স আপনার ক্যারিয়ার গড়তে সাহায্য করবে অবশ্যই এইরকম স্থান থেকে কোর্স করবেন যেখান থেকে আপনি আপনার সেরা আউটপুট বের করতে পারবেন এবং মেন্টর সব সময় আপনাকে সাহায্য করবে। অবশ্যই মেন্টর এর পোর্টফোলিও যাচাই করে নিবেন যদি মেন্টর পোর্টফোলিও ভালো হয় তাহলে তিনি অবশ্যই ভালো শিখাবেন।
সর্বশেষে বলতে চাই
আপনি যদি মনে মনে ভেবে থাকেনUI/UX ডিজাইন শিখব আর আনলিমিটেড টাকা কামাবো এটি কখনোই সম্ভব নয়। মনে রাখবেন ডিজাইন একটি আর্ট এবং এটি একটি শিক্ষা এটির উপর আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে। দুই থেকে তিন বছর সময় অভিজ্ঞতা অর্জন করতে হবে। তারপর আপনি এইখান থেকে টাকা উপার্জনের কথা চিন্তা করতে পারবেন। ফ্রিল্যান্সিং মানে আনলিমিটেড ডলার আনলিমিটেড টাকা এরকম নয়। ফ্রিল্যান্সিং একটা আর্ট একটা প্রফেশন এখানে আপনি যত বেশি এক্সপার্ট হবেন তত বেশি উপার্জন করতে পারবেন। কোর্স শেষ করি ইনকাম করতে পারবেন না অবশ্যই এক্সপার্ট হতে হবে।
আপনাদের সকলের ক্যারিয়ারের জন্য শুভকামনা, সকলেই ক্যারিয়ার গড়ুন UI/UX ডিজাইন এর মাধ্যমে UI/UX ডিজাইন এর সবগুলি কমিউনিটিতে জয়েন করবেন, সেখানে বড় বড় ডিজাইনাররা কি করছে সেগুলি নিত্যদিন চেক করবেন, প্রতিনিয়ত নিজেকে আপডেট রাখবেন যতবেশি আপডেট রাখতে পারবেন তত বেশি যুগ অনুযায়ী স্মার্ট হতে পারবে স্মার্টমানুষ কখনোই পিছনে থাকে না তারা সব সময় সবার আগে থাকে।